logo

হাওড়া সিটিজেন্স ফোরামের তরফে স্বামীজীর জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি। """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""" বিব

হাওড়া সিটিজেন্স ফোরামের তরফে স্বামীজীর জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি।
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
বিবেকানন্দ স্মারক সমিতি ও হাওড়া সিটিজেন্স ফোরাম উদ্যোগে ও হাওড়া পুরসভার সহযগিতায় হাওড়া ময়দানে শরৎসদন সংলগ্ন পাদদেশে স্বামীজীর ১৬১তম জন্মদিন আজ যথাযথ মর্যাদার সাথে পালিত হলো। এই মহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ‍্যাপক মাননীয় শ্রী শঙ্কর কুমার সান‍্যাল, প্রাক্তন কাউন্সিলার ও আইনজীবী মাননীয় শ্রী ব্রতেন দাস, শ্রী শৈবাল বাসু এবং বহু মাননীয় অতিথি সহ বিবেকানন্দের অনুরাগীগণ। স্বামীজীকে স্মরণ করে বক্তব্য রাখেন ও পুষ্পঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বিশেষ ভাবে এই অনুষ্ঠানে প্রাক্তন পুরপিতা শ্রী ব্রতেন দাসের গলায় আজকের যুব সমাজে স্বামী বিবেকানন্দর প্রতি আগ্রহ নিয়ে আক্ষ‍্যেপ শোনা যায়। তিনি বলেন হাওড়া স্বামীজীর প্রাণ অথচ সেই ভাবে হাওড়া ময়দানে এই স্বামীজীর সুন্দর মূর্তি সংরক্ষণে এগিয়ে আসছেন না। শ্রী শৈবাল বসু বলেন এই মূর্তি কে সংরক্ষণ করে সড়ানো নিয়ে মেট্রোরেলওয়ে কতৃপক্ষর সাথে কথা হয়েছিল কিন্তু তাদেরও এ বিষয় কোনও আগ্রহ দেখা যায়নি। ১৬১ তম স্বামীজীর জন্মদিবসে হাওড়া শরৎ সদন সংলগ্ন এত সুন্দর মূর্তির পাদদেশে আমরা আগামীর বিবেকদের লক্ষ‍্য করিনি। যা গোটা হাওড়াবাসির গর্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের জাগ্রত শ্রী বিবেকানন্দ।

10
17141 views